×

বিনোদন

কাজের সংখ্যা নয় মান বাড়াতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৬:৫৯ পিএম

কাজের সংখ্যা নয় মান বাড়াতে চাই
শুরুটা মডেলিং আর উপস্থাপনায়। এরপর শোবিজ পাড়ায় পরিচিত হয়ে উঠেন নাবিলা। এর আগে ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তী সময় বাংলাদেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। বাড়তে থাকে জনপ্রিয়তা। এরপর অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে তুমুল প্রশংসিত হন। মিডিয়া পাড়ায় নাবিলার প্রতি দর্শকের আগ্রহ যখন বাড়তে থাকে, আসতে থাকে নতুন আরো সিনেমায় অভিনয়ের প্রস্তাব তখন নাবিলা যেন কিছুটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। তবে এই তারকা মনে করেন গুটিয়ে নেননি, ভালো কাজের সঙ্গে তিনি আছেন। সম্প্রতি দুটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হয়েছেন দর্শকের সামনে। একটি রেদোয়ান রনি পরিচালিত ‘ব্লাড রোজ’ অন্যটি দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘লিলিথ’। দুটি কাজ একেবারেই দুই রকম। থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বøাড রোজ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। আরো আছেন ইরেশ যাকের ও রাফিরাত রশিদ মিথিলা। আর ‘লিলিথ’ ওয়েব ফিল্মেও নাম ভ‚মিকায় অভিনয় করেছেন নাবিলা। তার নায়ক জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ভারতের ভেঙ্কটেশ ফিল্মের অনলাইন প্ল্যাটফর্ম হইচইয়ে এরই মধ্যে দেখা যাচ্ছে ওয়েব ফিল্মটি। এই কাজটি নিয়েও দর্শকের ব্যাপক সাড়া পেয়েছেন এই তারকা। গত বছরের এপ্রিলের শেষ সপ্তাহে জোবায়দুল হক রিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। এরপর সংসার নিয়ে ব্যস্ত হলেও মিডিয়া পাড়া একদম ছেড়ে দেননি। ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে নাবিলা বলেন, এখন তো বিশ^ব্যাপী ওয়েব সিরিজের একটা জোয়ার চলছে। গল্প এবং সবদিক মিলে গেলে কাজ করছি। ভালো কিছু সিনেমায় অভিনয় করার স্বপ্ন তো আছেই। কিন্তু সেই সুযোগ তো সব সময় আসে না। ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দর্শকে যে ভালোবাসা পেয়েছি সেটি ধরে রাখতে চাই। অভিনয়ে কম কাজ করার প্রসঙ্গে নাবিলা বলেন, ‘চেষ্টা করি ভালো কিছুর সঙ্গে থাকতে। এ জন্য যতক্ষণ কোনো কাজ নিয়ে মন থেকে সাড়া না পাই সেটা করি না। কাজের সংখ্যা নয়, মান বাড়াতে চাই।’ উপস্থাপনায় কম দেখার কারণ হিসেবেও একই রকম কথা বলেন তিনি। নাবিলা বলেন, সম্প্রতি নাগরিক টিভিতে শেষ হলো আমার উপস্থাপনায় দুই বাংলার শিল্পীদের নিয়ে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজল ঝুমুর তারার নূপুর’। এক সময় অনেক বেশি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সেই কাজগুলোর জন্যই আমি সবার ভালোবাসা পেয়েছি। এই অবস্থানে আসতে পেরেছি। দিনে দিনে একটি জায়গায় পৌঁছেছি, যা ধরে রাখার দায়িত্বও আমার। আমি সেই চেষ্টাই করছি। নাবিলার ‘ফান উইথ ফেভারেট’ অনুষ্ঠানটি মূলত একটি সেলিব্রেটি টকশো। এটি নিউজ ২৪ চ্যানেলে প্রচার হয়। এরই মধ্যে ১১টি পর্ব প্রচার হয়েছে। ইমরাউল রাফাত এটি পরিচালনা করছেন। ১১টি পর্বে তিশা, জন কবির, স্পর্শিয়া, কনা, ইমরান, টয়ার মতো জনপ্রিয় তারকারা অতিথি হয়ে এসেছিলেন। তবে এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো অতিথিদের ব্যক্তিজীবন ও পেশাজীবনের চাঞ্চল্যকর ঘটনা, সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। যা অনেকের কাছে বিব্রতকর মনে হয়। একজন তারকার কাছে দর্শক যা জানতে চায় তা খুব সুন্দর করেই তুলে ধরার চেষ্টা করছেন নাবিলা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ দর্শকপ্রিয় হয়েছে নাবিলার চলচ্চিত্র ‘আয়নাবাজি’। শাহনাজ জাহান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App