×

বিনোদন

ঈদ ব্যস্ততা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৪:৪০ পিএম

ঈদ ব্যস্ততা শুরু
শুটিংয়ের বাইরে একটু সময় পেলেই একমাত্র সন্তানকে নিয়ে ঘুরে বেড়ান চঞ্চল চৌধুরী। কারণ শুটিংয়ের কারণে পরিবারকে মনের ইচ্ছেমতো সময় দিতে পারেন না তিনি। তাই যখনই সুযোগ মিলে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান তিনি। ঈদ আসতে এখনো কয়েক মাস বাকি। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে ঈদকে ঘিরে নাটক নির্মাণের কাজ। এরই মধ্যে নেপালে গিয়ে টানা দুই সপ্তাহ দুটি সাত পর্বের ধারাবাহিক ও দুটি খণ্ড নাটকের কাজ করেছেন চঞ্চল চৌধুরী। নাটকগুলোর রচয়িতা বৃন্দাবন দাস। সাত পর্বের ধারাবাহিক নাটক দুটির নাম হচ্ছে ‘লেকুর এভারেস্ট জয়’ ও ‘২৫/২ কাঠমুণ্ডু ভ্যালি’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন শাহানাজ খুশী, প্রাণ রায়, অপর্ণা, নাবিলাসহ আরো অনেকে। নাটকগুলো নির্মাণ করছেন সকাল আহমেদ। চঞ্চল চৌধুরী বলেন, সকাল আহমেদের নির্দেশনায় দীর্ঘদিন ধরেই আমি কাজ করছি। সকাল সবসময়ই অনেক যত্ন নিয়ে কাজ করে। যে কারণে তার নাটকে কাজ করে বেশ সাড়া পাওয়া যায়। আর এই নাটকগুলোর রচয়িতা বৃন্দাবন দাদা। বৃন্দাবন দাদার নাটকের আলাদা দর্শকই তৈরি হয়েছে। যারা দাদার রচিত নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার বিশ্বাস এ নাটকগুলোও দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে। মেলা প্রতিবেদক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App