×

আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩২

বন্যায় ক্ষতিগ্রস্ত হেরাত প্রদেশ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০০ বাড়িঘর আর নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (৩০ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র হাসিবুল্লাহ সির খানি বলেছেন, দু’দিন ধরে হওয়া ভারী বৃষ্টিপাতের কারণেই এ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সাতটি প্রদেশ।

হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, আকস্মিক বন্যায় এ প্রদেশেই প্রায় আটজনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, কিছু ঐতিহাসিক স্থান, কৃষিজমি, ব্রিজ ও সড়কপথ। মারা গেছে কয়েকশ’ গবাদি পশুও।

অবকাঠামোগত ক্রুটি ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় আফগানিস্তানে প্রায়ই বন্যা হয়। তবে তা এমন তীব্র আকার ধারণ করে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App