×

খেলা

শিরোপায় দৃষ্টি মেয়েদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০৩:৩৯ পিএম

শিরোপায় দৃষ্টি মেয়েদের
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু পূরণ হয়নি প্রত্যাশা। ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের পথচলা শুরু করলেও গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে হেরে গিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফলে গ্রæপ রানার্সআপ হয়ে অংশ নিতে হয়েছিল সেমিফাইনালে। গ্রুপসেরা না হওয়ায় শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল শক্তিশালী ভারতকে। আগের চার আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন হওয়া ভারতকে হারানো সম্ভব হয়নি সাবিনা খাতুনের দলের পক্ষে। ম্যাচটিতে ভারত জিতে যাওয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বাদ পড়ার হতাশা নিয়েই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের পরবর্তী মিশন বঙ্গমাতা আন্তর্জাতিক নারী অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ টুর্নামেন্ট। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩ মে। বাংলাদেশের দুরন্ত নারী ফুটবলারদের দৃষ্টি এখন বঙ্গমাতা আন্তর্জাতিক নারী অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ টুর্নামেন্টের দিকে। ঘরের মাঠে হতে যাওয়া আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই কঠোর অনুশীলন শুরু করেছে ছোটনের শিষ্যরা। কয়েকদিন আগে শেষ হওয়া নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলা লাল-সবুজের প্রতিনিধিদের মধ্যে সাবিনা খাতুন একজন বাদে বাকি সবাই ছিলেন বয়সভিত্তিক বিভিন্ন দলের ফুটবলার। বঙ্গমাতা নারী টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে। তাই বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের নারী ফুটবলারদের। নেপালের বিরাটনগর থেকে ফিরে অল্প কয়েকদিন বিশ্রাম নিয়ে আবারো অনুশীলন শুরু করেছেন তারা। প্রথমবারের মতো হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ মোট ৬টি দেশ। বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। নিজেদের গ্রুপে বাংলাদেশের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। অন্যদিক ‘এ’ গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। টুর্নামেন্টকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে অনুশীলন শুরু করেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অনুশীলনে মূলত স্ট্রেচিং এবং রানিং নিয়েই কাজ করেছেন বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল থমাস স্মলি। কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে আসন্ন এই টুর্নামেন্টটি বেশ গুরুত্বপূর্ণ। তার মতে, একে তো অনূর্ধ্ব-১৯ বছরের মেয়েদের নিয়ে টুর্নামেন্ট তার ওপর আবার খেলা হবে ঘরের মাঠে, তাই আমরাই ফেভারিট। তিনি আরো বলেন, বঙ্গমাতার নামে টুর্নামেন্ট হওয়ায় এটিকে আমরা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App