×

সাহিত্য

মাগুরায় গাঙচিলের দুই বাংলার কবিতা উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০৩:০২ পিএম

মাগুরায় গাঙচিলের দুই বাংলার কবিতা উৎসব
মাগুরায় গাঙচিল সাহিত্য পরিষদ মাগুরা জেলা শাখার ১০৬তম সাহিত্য সম্মেলন উপলক্ষে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে দুই বাংলার কবিতা উৎসব। ‘কবিতার আগুনে পরিশুদ্ধ হোক এই মর্তলোক’ এ শ্লোগান নিয়ে সকালে শহরের নোমানী ময়দানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে আসাদুজ্জামান মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় কবিতা উৎসব। সদস্য প্রয়াত মুক্তিযোদ্ধা ও কবি নূর মহাম্মদ স্মরণে কবি পরেশ কান্তি সাহার সভাপতিত্বে কবিতা উৎসবে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের কবি ইন্দ্রজিত ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য, আমেরিকা প্রবাসি কবি চিন্ময় রায় চৌধুরী, শিল্পী অঞ্জলি রায় চৌধুরী, কবি এসএম রইজ উদ্দিন আহম্মদ, কবি খাজা আব্দুর রহমান, এ্যাড. বিজন বিশ্বাস, অধ্যক্ষ সূর্য কান্ত বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি শামীম খানসহ অন্যরা। উৎসবে দিনব্যাপী স্ব রচিত কবিতা আবৃত্তি করেন অর্ধ শতাধিক কবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App