×

খেলা

প্লিসকোভা-বার্টি ফাইনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০৩:০০ পিএম

প্লিসকোভা-বার্টি ফাইনাল
মিয়ামি ওপেনের নারী এককের সেমিফাইনালে গতকাল রোমানিয়ান টেনিস কন্যা সিমোনা হালেপের মুখোমুখি হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের টেনিসার ক্যারোলিনা প্লিসকোভা। হাইভোল্টেজ এই ম্যাচে জিতেছেন প্লিসকোভা, হেরেছেন হালেপ। সময়ের অন্যতম সেরা টেনিসার ক্যারোলিনা প্লিসকোভা ম্যাচটি জিতেছেন ৭-৫, ৬-১ গেমে। এতেই বুঝা যায়, এ দিন হালেপের বিপক্ষে টেনিস কোর্টে একতরফরা আধিপত্য দেখিয়েছেন চেক প্রজাতন্ত্রের টেনিসার প্লিসকোভা। আজ ফাইনালে অস্ট্রেলিয়ান টেনিসার অ্যাশলে বার্টির বিপক্ষে লড়বেন তিনি। এস্তানিয়ান টেনিসার আনেট কন্টাভেটকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন বার্টি। এদিকে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সুইস টেনিস তারকা রজার ফেদেরার। শেষ চারের টিকেট পাওয়ার পথে গতকাল কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকান টেনিসার কেভিন এন্ডারসনকে ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ কানাডিয়ান টেনিসার ডেনিস শাপোভালোভ। ক্যারোলিনা প্লিসকোভা এবং সিমোনা হালেপ দুজনের বয়সই এখন ২৭। র‌্যাঙ্কিংয়েও দুজনের অবস্থান প্রায় কাছাকাছি। চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরী ক্যারোলিনা প্লিসকোভার অবস্থান এখন র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে। অপরদিকে হালেপ আছেন র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছেন। হালেপের সামনে সুযোগ ছিল মিয়ামি ওপেনের শিরোপা জয়ের মাধ্যমে জাপানের নাওমি ওসাকাকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করার। প্লিসকোভাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই গতকালের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন ২০১৮ সালের ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী রোমানিয়ান টেনিস সুন্দরী। কিন্তু টেনিস কোর্টে এ দিন ফর্মের তুঙ্গে থাকা প্লিসকোভার বিপক্ষে পাত্তাই পাননি তিনি। প্রথম সেটটি হালেপ হারেন ৭-৫ গেমে। আর দ্বিতীয় সেটটি একেবারের সহজেই জিতে নেন ২০১৬ সালের ইউএস ওপেনের ফাইনালে খেলা প্লিসকোভা। এই সেটটি ৬-১ গেমে জেতেন তিনি। ফলে মিয়ামি ওপেনের চলতি আসরের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যায় হালেপের। আর প্লিসকোভা পান স্বপ্নের ফাইনালের টিকেট। ম্যাচ শেষে প্লিসকোভা বলেন, হালেপের মুখোমুখি হওয়াটা কঠিন। সে বর্তমান সময়ের সেরা তারকাদের একজন। যেহেতু এটি একটি খেলা। তাই শেষ পর্যন্ত কাউকে না কাউকে হারতেই হতো। আজ (গতকাল) আমি জিতেছি মানে এই নয় যে, আমি হালেপের চেয়ে ভালো খেলোয়াড়। এখন আমি ফাইনালের কথা ভাবছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App