×

জাতীয়

উন্নত দেশ গড়তে শিশুদের নৈতিক ও যুগোপযুগী শিক্ষা দরকার : শাহাব উদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০৪:৩৮ পিএম

উন্নত দেশ গড়তে শিশুদের নৈতিক ও যুগোপযুগী শিক্ষা দরকার : শাহাব উদ্দিন
আমাদের মা-বাবা শুধু জি.পি.এ-৫ এর জন্য লেখা পড়া করতে শিশুদের চাপ দেন। তাদেরকে নৈতিক শিক্ষায়ও শিক্ষা দিতে হবে। উন্নত জাতি গঠনে শিশুদের নৈতিক, প্রযুক্তি বিষয়সহ যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আজ শনিবার কথাগুলো বলেন পরিবেশ,বন ও আবহাওয়া বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। তিনি গতকাল বড়লেখা উপজেলায় শিশু মেলা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে কথাগুলো বলেন। “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীন জিওবির আওতায় মৌলভীবাজার জেলা তথ্য অফিস বড়লেখা উপজেলা প্রাঙ্গনে ০২ দিন ব্যাপি শিশু মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ এর সভাপত্বিতে অনুষ্ঠিত মেলার উদ্বোধন ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নব-নিবাচিত উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার ও পুলিশ পরিদর্শক ইয়াছিনুল হক, শিশু শিক্ষার্থী নাফিসা ইসলাম ও নুছরাত জাহান ইনা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App