×

জাতীয়

আইওএম উপমহাপরিচালক পদে লড়বেন শহীদুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১১:৫২ এএম

আইওএম উপমহাপরিচালক পদে লড়বেন শহীদুল হক

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক (ফাইল ফটো)

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক পদে নির্বাচন করছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আগামী ২১ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে ১৭৩টি দেশ আইওএমের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্ধারণের জন্য ভোট দেবে। আইওএম বৈশ্বিক অভিবাসন ব্যবস্থা দেখভালকারী সংস্থা। এই সংস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রায় এক কোটি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং তারা প্রতি বছর ১৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠান। এক টুইট বার্তায় শহীদুল হক বলেন, আইওএমের উপ-মহাপরিচালক পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী করার জন্য সম্মানিত বোধ করছি। আমি আইওএমের মহা-পরিচালকের অধীনে কাজ করে সবার জন্য অভিবাসন সহযোগিতা নিশ্চিত করতে চাই। এখন পর্যন্ত আরো চারটি দেশ এই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছে। দেশগুলো হলো সুদান, ফিলিপাইন, ইথিওপিয়া ও জর্ডান। অভিবাসন দুনিয়ার পরিচিত মুখ শহীদুল হক আইওএমের বিভিন্ন উচ্চপদে কর্মরত ছিলেন। তিনি ২০১২ সালে জাতিসংঘের এই সংস্থা ছাড়েন এবং ২০১৩ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন। গত বছরের ৩১ ডিসেম্বর তার অবসরকালীন ছুটিতে যাওয়ার কথা থাকলেও এক বছরের এক্সটেনশন পান। শহিদুল হক গত বছর সিনিয়র সেক্রেটারি পদে উন্নীত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App