×

খেলা

স্বর্ণের লড়াইয়ে রোমান সানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ০৩:০২ পিএম

স্বর্ণের লড়াইয়ে রোমান সানা
থাইল্যান্ডে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১-এ ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের রোমান সানা। গতকাল সেমিফাইনালে চমৎকার লড়াই করে রোমান স্বাগতিক আরচার থামউং উইথ্যায়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে উঠেছেন স্বর্ণজয়ের মঞ্চে। আগামীকাল স্বর্ণের লড়াইয়ে রোমান সানা প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজাখস্তানের আবদুললিন ইলফাতের। ফাইনাল শুরু স্থানীয় সময় বিকেলে ৪.৪০ মিনিটে। রোমান সেমিফাইনালে রিকার্ভ পুরুষ এককে উঠেছিলেন রাশিয়ার সাইবেকদরজিয়েভ বেয়ারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে। এর আগে রোমান মিয়ানমারের নে লিন ও কে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোতে রোমান সানার প্রতিপক্ষ ছিলেস ভারতের সূত্রধর স্বকীর্তি। তাকে রোমান হারিয়েছিলেন ৬-০ সেট পয়েন্টে। এর আগে বাংলাদেশ ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৫ বার এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এর মধ্যে দুবার বাংলাদেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আরচার ফেডারেশন এশিয়ান আরচারি গ্রান্ড পিক্স এবং বর্তমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রতিযোগিতায় বাংলাদেশ দল ১৫ বার অংশগ্রহণ করে ৭টি টুর্নামেন্টে পদক অর্জন করেছে। এর মধ্যে ২টি স্বর্ণ, ৮টি সিলভার ও ৮টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App