×

আন্তর্জাতিক

মালিতে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ০৪:৩৭ পিএম

মালিতে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফুলানি সম্প্রদায়ের লোকজনের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) মালি সরকারের মুখপাত্র আমাদোও কোতিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংস হামলা উল্লেখ করে আমাদোও কোতিয়া বলেন, হামলার এ ঘটনায় নিহত বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। হামলার পর নিহতের সংখ্যা ১৩৪ জন। সে সময় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে স্থানীয় কর্তৃপক্ষ। গত ২৩ মার্চ স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির ওগোসাগোও ও ওয়েলিনগারা গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ছাড়াও শিশু ও বৃদ্ধও রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App