×

জাতীয়

শ্রীনগরে বিবাদমান জায়গায় জবরদখল করে ভবন নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০১:২৮ পিএম

শ্রীনগরে বিবাদমান জায়গায় জবরদখল করে ভবন নির্মাণ
শ্রীনগরে বিবাদমান জায়গায় জবরদখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর সেলামতি গ্রামের মোঃ নিজাম গংদের জায়গায় একই গ্রামের মোঃ ফারুক চোকদার (৫৫) এর বিরুদ্ধে জোরজবর দখল করার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে গত কয়েকদিন আগে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিজাম। সরেজমিনে গিয়ে দেখা গেছে কয়কির্ত্তীন-সেলামতি রাস্তার পাশে ওই জায়গায় ভবন নির্মাণ কাজ চলছে। সাংবাদিকের উপস্থিত টেরপেয়ে নির্মাণশ্রমিক কয়েকজন সটকে পরেন। উপস্থিত ফারুকের কাছে জানতে চাইলে তিনি নিজামের জায়গা থাকার কথা স্বীকার করেন। তাহলে অপরের জায়গায় নির্মাণ কাজ করার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন কথা বলতে রাজি হননি। স্থানীয়ভাবে খোজখবর নিয়ে জানাযায়, নিজামরা প্রায় ৪০ বছর যাবত ভোগদখল করে আসছেন ওই জায়গা। একটি টিনের ঘরও ছিল। কিছুদিন আগে স্থানীয়ভাবে রতন খা ও কাদির ঢালীসহ কয়েকজন বিষয়টি সমাধানে এলাকায় বসার কথা ছিল। ওই দিন নিজামের পক্ষথেকে আগামী ৩১ মার্চ নির্বাচনের পরে সবাইকে নিয়ে বসার জন্য প্রস্তাব করা হলেও তা মানা হয়নি। টিনের ঘরটি ভেঙ্গে ফারুক গং ওই জায়গায় পাকা ভবন নির্মাণ করছেন বলে সূত্রমতে জানাযায়। এ বিষয়ে নিজাম জানান, আমরা ঢাকায় বসবাস করার সুযোগে তারা আমাদের জায়গায় জোর জবরদখল করে ফারুক গং পাকা ভবন নির্মান করছেন। এ জায়গাকে কেন্দ্র করে ফারুক আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল (মামলা নং-১৮০/২০১৭) মামলার রায়েও আমরা নির্দোষ প্রমানিত হয়েছি। একটি কুচক্রীমহলে কারসাজিতে ফারুক জোর করে ভবন নির্মাণ করছেন। থানায় অভিযোগ করার পরেও কোন কাজ হচ্ছে না বলেও জানান তিনি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এর পরেও যদি নির্মাণ কাজ চলে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App