×

জাতীয়

মাদারীপুর ছাত্রলীগের সহ-সভাপতি লিমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৫:২১ পিএম

মাদারীপুর ছাত্রলীগের সহ-সভাপতি লিমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদার হত্যার বিচারের দাবিতে উত্তাল মাদারীপুর। হত্যাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে মাদারীপুুর শহরকে অচল করার ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের মিলন সিনেমা এলাকা থেকে বুধবার বেলা ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে জেলা ছাত্রলীগ ও এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবী জানান। গ্রেফতার না হলে মাদারীপুর শহরকে অচল করে দেয়ার ঘোষণা দেয়া হয়। আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে আল্টিমেটাম দেন। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. বেলায়েত হোসেন মোল্লা ও নিহত লিমনের বাবা বাবুল মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের সহা¯্রাধিক নেতাকর্মী, শহরের ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। উল্লেখ, বুধবার দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হলো। মঙ্গলবারও বিচারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম জানান, আমরা অতিসত্তর প্রকৃত আসামিদের গ্রেফাতার করে বিচারের আওতায় নিয়ে আসবো। উল্লেখ্য শহরের মিলন সিনেমা এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে সোমবার সকালে লিমনের লাশ উদ্ধার করে থানা পুলিশ। লিমনের পরিবারের দাবি লিমনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App