×

জাতীয়

ফেনী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৪:২৫ পিএম

ফেনী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা 
ফেনী সরকারি কলেজে ছাত্র সংসদ (ফেকসু) নির্বাচনে ছাত্রলীগের দলীয় প্যানেল তৈরি করা হয়েছে। প্যানেলে সংগঠনের কলেজ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ভিপি (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক রবিউল হক রবিন জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী হচ্ছেন। বুধবার (২৭মার্চ) প্রধান নির্বাচন কমিশনার ও কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু নছর ভ‚ঞার কাছে মনোনয়ন জমা দেয়া হয়েছে। এজিএস পদে যুগ্ম-সম্পাদক আশিক হায়দার রাজন হাজারিকে প্রার্থী করা হতে পারে। এছাডা মুক্তিযুদ্ধ সম্পাদক পদে সিনিয়র সহ-সভাপতি নুর করিম জাবেদ, তথ্য ও গবেষনা সম্পাদক পদে যুুগ্ম-সম্পাদক নোমান হাবিব, পরিবহন সম্পাদক পদে সহ-সভাপতি আলাউদ্দিন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে নাদিয়ার নাম জানা গেছে। তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের ধার্য্য তারিখ ছিল। পরদিন বৃহস্পতিবার বিকাল ৩টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ দুপুর ১২টায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও ৪ এপ্রিল প্রত্যাহারের শেষ তারিখ। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে একবার এই নির্বাচন হবে। মেয়াদ হবে এক বছর। ২০ সদস্যের ফেকসুর কমিটিতে অধ্যক্ষ পদাধিকারবলে সভাপতি। কোষাধ্যক্ষ পদটি অধ্যক্ষ কর্তৃক মনোনীত হবেন। বাকি ১৮টি পদ ছাত্রদের। তারা ছাত্রদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। কলেজ স‚ত্র জানায়, নির্বাচন আয়োজনের জন্য কলেজ উপাধ্যক্ষ মো: আবু নছর ভ‚ঁইয়াকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১৯২২ সালে কলেজ প্রতিষ্ঠার পর ১৯৫৬ সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের কোন অস্তিত্ব নেই। কলেজ ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু জানায়, যাচাই-বাছাই করে প্যানেলে মনোনয়ন জমা দেবে ছাত্রলীগ। অতীতের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App