×

বিনোদন

গানের সঙ্গেই সময় কাটে কৃষ্ণার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৪:০৪ পিএম

গানের সঙ্গেই সময় কাটে কৃষ্ণার
কন্ঠশিল্পী কৃষ্ণা তিথি খাঁন চ্যানেল আই ‘সেরা কণ্ঠ-২০০৯’-এ সেরা চারে অবস্থান করে সবার নজরে আসেন। এরপর চ্যানেল আই ‘সেরাদের মহাযুদ্ধ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি লাভ করেন। এর আগেই তিনি শিশু শিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’, ‘জাতীয় শিশু একাডেমি’ পুরস্কারসহ আরো নানান পুরস্কার পেয়েছেন। গোপালগঞ্জে জন্ম নেয়া এ তারকার বাবা তাপস কুমার খাঁন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সিনিয়র আর্টিস্ট। বাবার পাশাপাশি ভাই-বোনদের গান শেখা দেখে ছোট বয়স থেকেই তিথির গানের প্রতি আগ্রহ জন্মে। বাবার কাছে তার সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তী সময়ে গান শিখেছেন নজরুল একাডেমি, ছায়ানট ইত্যাদি থেকে। তিথির সঙ্গীত গুরু ওস্তাদ জাকির হোসেন খাঁন। ২০১৪ সাল অবধি দেশে লাক্স চ্যানেল আই সুপারস্টার অ্যাওয়ার্ড মঞ্চসহ বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন তিনি। এরই মাঝে প্রকাশিত হয়ে তার প্রথম সলো অ্যালবাম ‘মিক্সড সালাদ’। ২০১৪ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান তিথি। বর্তমানে কৃষ্ণা তিথি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেই গানের চর্চা করে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App