×

জাতীয়

কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৪:১৭ পিএম

কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ভোটারদের হুমকি, আচরনবিধি লংঘন ও খুন জখমের আশংকা করে দুই চেয়ারম্যান প্রার্থী স্থাণীয় প্রেসক্লাবে পৃথক দুটি সংবাদ সন্মেলন করেছে। বুধবার বেলা ১১ টার দিকে প্রথম সংবাদ সন্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সৈয়দ আখতারুজ্জামান কোক্কা। পাল্টা অভিযোগ এনে দুপুর ১২ টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী এস,এম রাকিবুল আহসান পরবর্তী সংবাদ সন্মেলন করেছেন। সৈয়দ আখতারুজ্জামান কোক্কার পক্ষে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু অভিযোগ করেন, তাদের নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদানসহ ব্যানার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে প্রবেশ না করতে পারে এজন্য নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন মোড়ে ক্যাডার বাহিনী দাড় করিয়ে ভোটারদের বাঁধা দেয়ার নীলনকশা করছে আওয়ামীলীগ প্রার্থীর সন্ত্রাসী বাহিনী। এ অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ প্রার্থী এস এম রাকিবুল আহসান পাল্টা অভিযোগ করে বলেন, আনারস প্রতীকের প্রার্থীর ছেলে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু নৌকা মার্কার প্রার্থীর সম্ভাব্য এজেন্টদের জীবননাশের হুমকি ও টিয়াখালী ইউনিয়নসহ একাধিক কেন্দ্রে ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। এ জন্য পাশ্ববর্তী ইউনিয়ন থেকে চিহ্নিত সন্ত্রাসীদের জড়ো করছে। এজন্য তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে জোড় দাবি জানান। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে তারা সব ধরণের প্রস্তুতি নিয়েছেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্ণিং অফিসার ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান সাংবাদিকদের জানান, উভয় পক্ষ থেকে লিখিত দুইটি অভিযোগ পাওয়া গেছে, যা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App