×

বিনোদন

আজ প্রচারিত হবে ছবি অভিনীত টেলিছবি ‘আরজ আলী ডাকাত’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ০৪:২১ পিএম

আজ প্রচারিত হবে ছবি অভিনীত টেলিছবি ‘আরজ আলী ডাকাত’
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে অভিনেত্রী ফারজানা ছবি অভিনীত টেলিছবি ‘আরজ আলী ডাকাত’। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি নির্মাণ করেছেন বর্ণনাথ। ছবি ছাড়াও এখানে অভিনয় করেছেন গাজী রাকায়েতসহ আরো অনেকে। টেলিছবিতে দেখা যাবে- সদ্য বিবাহিত সফুরা বিয়ের পর শ্বশুরবাড়ি যাত্রা করেন। এ সময় মাঝ নদীতে আক্রমণ করে বসে ডাকাত।তারা নৌকার সবাইকে মেরে ফেলে। রক্ষা পায়নি সফুরার স্বামীও। পরে নববধূকে তুলে নিয়ে যায় আরজ আলীর ডাকাত দল। ঘটনাক্রমে ডাকাত সর্দার আরজ আলীর কাছে আশ্রয় মেলে সফুরার। এর পর শুরু হয় দুজনের নতুন সংসার। সময়টা ১৯৭১ সাল। সফুরা অনেকটা স্বতঃপ্রণোদিত হয়ে যুদ্ধে পাঠায় স্বামী আরজ আলীকে। কোলে তখন তার এক বছরের সন্তান। আরজ আলীর অনুপস্থিতিতে এক রাতে হামলা হয় সফুরার ঘরে। প্রাণ ভয়ে সন্তান কোলে নিয়ে সে আশ্রয় নেয় বাড়ির পেছনের এক ঝোঁপে। হঠাৎ কোলের শিশু কেঁদে ওঠে। বাঁচার তাগিদে সন্তানের মুখে চেপে ধরেন মা। হাত সরিয়ে তার কোলে আবিষ্কার করে নিজ সন্তানের মৃতদেহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App