×

আন্তর্জাতিক

সিডনির ফেয়ারফিল্ড বৈশাখী মেলায় ফেরদৌস ও হাবিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০১:০৫ পিএম

সিডনির ফেয়ারফিল্ড বৈশাখী মেলায় ফেরদৌস ও হাবিব
আগামী ৬ই এপ্রিল শনিবার, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত ফেয়ারফিল্ড বৈশাখী মেলায় গান শোনাতে আসছেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। সম্প্রতি সিডনির রকডেলের পালকি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়া এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা। সংগঠনের সভাপতি ড. মাসুদুল হক মেলার ইতিহাস ও মেলার বিভিন্ন দিক, সুবিধা, অসুবিধা, নতুন সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান যে টেম্পি মেলায় বিশাল জন সমাবেশের কারণে স্থান সংকুলানের সমস্যা ও পার্কিংয়ের সমস্যার কারণে টেম্পি রিজার্ভ হতে মেলা ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে স্থানান্তর করা হয়েছে। নতুন ভেন্যুতে গতবারের প্রথম আয়োজনই বিশাল সাফল্য অর্জন করে। মেলা কমিটির পক্ষ থেকে ড. রতন কুন্ডু জানান, মেলা চত্বর সদ্য নতুন করে উন্নীত করাতে মেলার পরিবেশ নিশ্চিত হয়েছ। একই জায়গায় বসে শান্তিপূর্ণ পরিবেশে সব ধরণের সেবা ও সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে। মেলা ভেনুতে একসাথে হাজার হাজার লোক একত্রিত হয়ে ভেন্যুর কেন্দ্রে অবস্থিত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবে। যথারীতি বিভিন্ন রকমের সুস্বাদু খাবার ও বিপণন সামগ্রীর ষ্টল বরাদ্দ দেয়া হয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন রাইডস। সাটল বাস সার্বক্ষণিক ভাবে রেলওয়ে স্টেশন থেকে মেলা ভেনুতে যাত্রী পরিবনের জন্য নিয়োজিত থাকবে। সংগীত পিপাসুদের কথা বিবেচনা করে এবার দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হাবিব ও ফেরদৌস ওয়াহিদকে আমন্ত্রণ জানানো হয়েছে ও তাঁদের ভিসা নিশ্চিত হয়েছে। গতবারের মতো এবারেও থাকছে বর্ণিল আলোকসজ্জা ও ফায়ার ওয়ার্কস। এবারের মেলায় টাইটেল স্পনসর হলো অস্ট্রাল বিল্ডার্স। দর্শনার্থীরা অনলাইন এ আয়োজনের টিকেট পেতে লগইন করুন Online Ticket link: https://www.trybooking.com/361162

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App