×

জাতীয়

সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে : নববিক্রম কিশোর ত্রিপুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৪:৪৩ পিএম

সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে : নববিক্রম কিশোর ত্রিপুরা
বলেছেন বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে শিক্ষা সহায়ক সকল পদক্ষেপ গুরুত্বের সাথে গ্রহণ করেছেন, এসুবর্ণ সুযোগ গ্রহণ করে শিক্ষার্থীদের সঠিক সময়ে লিখাপড়ায় মনোনিবেশ করে উন্নতজ্ঞান অর্জনের মাধ্যমে সুন্দর জীবন গড়ে তুলতে হবে এবং যথাসময়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারলেই একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ বিনির্মান করা সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। গতকাল বেলা ১২টায় কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ২০১৯ সালের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবনির্মিত ছাত্রী হোষ্টেল উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোরশেদ আলম কাদেরী, ছাত্রলীগ সভাপতি নুরউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এআর লিমন, যুবলীগ সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App