×

জাতীয়

শেরপুরে ৩ উপজেলায় ১টিতে আ’লীগ ২টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৩:০৮ পিএম

শেরপুরে ৩ উপজেলায় ১টিতে আ’লীগ ২টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী
শেরপুরের ৩টি উপজেলায় ১টিতে আওয়ামীলীগ ও ২টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। ২৪ মার্চ রবিবার ৩য় ধাপে এ ৩টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলায় ৩৪হাজার ৩শত ৪৫ ভোট পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী এসএমএ ওয়ারেজ নাইম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক আহমেদ মোটরসাইকেল পেয়েছেন ১০হাজার ৮শত ২ ভোট। শ্রীবরদী উপজেলায় ৩৩ হাজার ৯৩ ভোট পেয়ে বিদ্রোহী প্রার্থী এডিএম শহিদুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল পেয়েছেন ২০ হাজার ৪শত ৭১ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আশরাফ হোসেন খোকা পেয়েছেন ৮ হাজার ১শত ৪ ভোট। নালিতাবাড়ি উপজেলায় ৪৬ হাজার ৪শত ৩৮ ভোট পেয়ে বিদ্রোহী প্রার্থী মোকছেদুর রহমান লেবু মোটরসাইকেল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী হাজী মোঃ মোসারফ হোসেন নৌকা পেয়েছেন ২৮ হাজার ৩৯ ভোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App