×

বিনোদন

মৃত্যুই চরম সত্যি ববিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৪:৫৯ পিএম

মৃত্যুই চরম সত্যি ববিতা
শাহনাজ আপার খবরটা সূদূর আমেরিকাতে বসে শুনে খুব কষ্ট পেয়েছি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। কিন্তু মৃত্যুই চরম সত্যি, একদিন না একদিন সবাইকে চলে যেতেই হবে। কাউকে আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। আমাকেও একদিন এমনি করেই হঠাৎ চলে যেতে হবে। শাহনাজ আপা চলে গেছেন, আমাদের সঙ্গীতাঙ্গনের একটি অধ্যায়ের সমাপ্তি হলেও তিনি তার গানের মধ্য দিয়ে যুগের পর যুগ বেঁচে থাকবেন। বিশেষত আমাকে বলতেই হয় যে, তিনি দেশের গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে। শাহনাজ আপার গাওয়া আমার লিপে তিনটি গান বেশ জনপ্রিয় হয়েছিল। গান তিনটি ফুলের কানে ভ্রমর এসে, এক নদী রক্ত পেরিয়ে এবং পারি না ভুলে যেতে। শাহনাজ আপা বাংলাদেশের এমনই একজন কণ্ঠশিল্পী যার মতো এক্সপ্রেশন দিয়ে বাংলাদেশের আর কোনো নারী সঙ্গীতশিল্পীই গাইতে পারতেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App