×

জাতীয়

মাগুরায় নির্বাচনী সহিংসতায় আওয়ামীগের ৫ নেতাকর্মী আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০১:২০ পিএম

মাগুরায় নির্বাচনী সহিংসতায় আওয়ামীগের ৫ নেতাকর্মী আহত
মাগুরায় উপজেলা পরিষদ নির্বাচনে আজ রবিবার শালিখা উপজেলার হরিশপুর ও সদর উপজেলার পাকাকাঞ্চনপুরে আওয়ামীলীগের দু’পক্ষের হামলা পাল্টা হামলায় স্থানীয় আওয়ামীলীগের ৫ নেতাকর্মি আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। তবে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে শালিখা উপজেলার হরিশপুর কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে আওয়ামীলীগ দলীয় প্রার্থী শ্যামল কুমার দে’র সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী একই দলের কামাল হোসেনের সমর্থকদের হামলা পাল্টা হামলায় আরজ আলী (৪৫), আইনুল ইসলাম (৩০) ও লাভলু মিয়া (২৫) নামে স্থানীয় আওয়ামীগের ৩ নেতাকর্মি আহত হয়। তাদের ৩ জনের বাড়ি হরিশপুরে। এ ঘটনায় পুলিশ বিপ্লব (৩৫) নামে ১ জনকে আটক করেছে। অন্যদিকে সদর উপজেলার পাকাকাঞ্চনপুর ভোট কেন্দ্রে আসার সময় প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন (৪৫) ও আকরাম হোসেন (৩৫) নামে স্থানীয় আওয়ামীলীগের ২ নেতাকর্মি আহত হয়। আহত এ দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শালিখায় আহত ৩ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা এ ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ১৬, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৩ ও নারী ভাইস চেয়াম্যান পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করেন। ৪ উপেজেলার মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ৮৫ হাজার ৫০৪ জন। সদরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দুপুর পর্যন্ত তেমন একটা ভোটার উপস্থিতি চোখে পড়েনি। তবে বিকাল ৩ টার পরে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি বেড়েছে। সদরের তুলনায় অন্য ৩ উপজেলা শালিখা,মহম্মদপুর ও শ্রীপুরে আওয়ামীলীগের শক্তিশালি বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটার উপস্থিতি বেশী ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App