×

খেলা

বিশ্বকাপে ফাহাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৩:১৮ পিএম

বিশ্বকাপে ফাহাদ
আগামী নভেম্বরে রাশিয়ায় দাবা বিশ্বকাপে খেলতে যাবেন বাংলাদেশের ১৬ বছর বয়সী ফাহাদ রহমান। দাবা খেলা মানেই বুদ্ধির লড়াই। এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে চমক দেখিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার ফাহাদ। ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জিতে নিশ্চিত করেছেন বিশ্বকাপের টিকেট। গত পরশু ক্ষণে ক্ষণে বদলেছে টুর্নামেন্টের রং। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত আধা পয়েন্টে এগিয়ে ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তাকে টপকে শীর্ষে চলে আসেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। নবম অর্থাৎ শেষ রাউন্ডে আধা পয়েন্টে এগিয়ে থাকা রাজীবের প্রয়োজন ছিল জয়। তাহলেই চ্যাম্পিয়ন হন এশিয়ান ৩.২ অঞ্চলে। তবে রাজীব হেরে যান শেষদিকে দারুণভাবে ফিরে আসা গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের বিপক্ষে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল রিফাতেরও। এই দুজনকে ছাপিয়ে শেষবেলায় চ্যাম্পিয়নের তালিকায় নাম তোলেন ফিদেমাস্টার ফাহাদ রহমান। এতে সরাসরি ফিদেমাস্টার থেকে হয়ে গেলেন আন্তর্জাতিক মাস্টার। শেষ রাউন্ডে কালো নিয়ে ৪১ চালে ফাহাদ হারিয়েছেন ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগকে। তুলনামূলক সহজ ম্যাচ ছিল এটি তার জন্য। ফাহাদ আসল কাজটা সেরেছেন অষ্টম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবকে হারিয়ে। এদিন ৯ ম্যাচে ফাহাদ ও রিফাতের পয়েন্ট ৭। তবে দুজন যাদের বিপক্ষে খেলেছেন, তাদের গড় রেটিং হিসাবে ফাহাদ বেশি রেটিংয়ের খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। তাই চ্যাম্পিয়ন হয়েছেন ফাহাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App