×

তথ্যপ্রযুক্তি

নতুন ফোরজি ফোন আনলো ওয়ালটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৫:০২ পিএম

নতুন ফোরজি ফোন আনলো ওয়ালটন
স্বাধীনতা দিবস উপলক্ষে বাজারে ছাড়া হচ্ছে ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো এইচ৮’। ওয়ালটনের ওয়েবসাইটে ফোনটির বিক্রি শুরু হবে মঙ্গলবার থেকে।ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, যারা ওয়েবসাইট থেকে ফোনটি কিনবেন তারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন। এই মূল্যছাড়ের সুবিধা পাওয়া যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।গতি নিশ্চিতে রয়েছে ১.২৮ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। র‍্যাম রয়েছে ৩ গিগাবাইট এবং স্টোরেজ রয়েছে ১৬ গিগাবাইট। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে আছে ৫ দশমিক ৪৫ ইঞ্চির ডিসপ্লে। পর্দার রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল। ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। ব্যাকআপের জন্য রয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।ডুয়েল সিমের ফোনটিতে কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি ওয়ারলেস ডিসপ্লে, ও মাইক্রো ইউএসবি২ সুবিধা।ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্লু, রোজ গোল্ড ও টোয়াইলাইট ব্লু রঙে। এর দাম ধরা হয়েছে ৭ হাজার ৯৯৯ টাকা। অনলাইন থেকে কিনলে দাম পড়বে ৬ হাজার ৯৯৯ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App