×

জাতীয়

জঙ্গি হামলার আশঙ্কা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১০:৫০ এএম

জঙ্গি হামলার আশঙ্কা!
জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারার ক‚টনৈতিকপাড়াসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর কোথাও জঙ্গিরা হামলা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার দুপুর থেকেই এসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় আইনশৃঙ্খলা বাহিনী। সুনির্দিষ্টভাবে কখন, কোথায় হামলার হুমকি রয়েছে তা জানা না গেলেও গুলশান, বনানী, বারিধারা এলাকার সব ক্লাব, হোটেল, বার ও রেস্টুরেন্টে আগামী ২৪ ঘণ্টার জন্য উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে সব কূটনৈতিক কর্মকর্তাকে বাসা ও কার্যালয় থেকে বের না হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে। গুলশান, বনানী ও বারিধারা এলাকার সব হোটেল ও রেস্তোরাঁ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে গুলশান ক্লাব ও বনানী এলাকা দিয়ে গুলশানে ঢোকার সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। র‌্যাবের টহলও বেড়েছে। বসানো হয়েছে পুলিশের অতিরিক্ত তল্লাশি চৌকি। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটি (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানান, স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানীর গুলশানসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান এলাকায় মোতায়েন করা হয়েছে সোয়াত। পুলিশ সদর দপ্তরের ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল অ্যাফেয়ার্স অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান গতকাল সন্ধ্যায় ভোরের কাগজকে জানান, গোয়েন্দা সূত্রে জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছে। সেই সূত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, মাঝে মধ্যেই এমন নিরাপত্তা জোরদার করা হয়ে থাকে। পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের উপকমিশনার হায়াতুল ইসলাম খান গতকাল বিকেলে বলেন, পদস্থ কর্মকর্তাদের নির্দেশে দুপুর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু কূটনৈতিক পাড়া নয়; গোটা ঢাকা মহানগরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়ানোর নির্দেশনার কারণ তার জানা নেই বলে দাবি করেন ওই কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমদ বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী ঘটনার পর নিয়মিত নিরাপত্তার পাশাপাশি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস। নিরাপত্তায় এ দিনটিও গুরুত্ব দেয়া হয়েছে। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি নিউজিল্যান্ডে সংঘটিত ভয়াবহ হামলাসহ বিভিন্ন দেশে সহিংসতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস সামনে রেখে এই ব্যবস্থা নেয়া হয়েছে। রবিবার ভোর থেকে ওই এলাকায় তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে। কোনো যানবাহন সন্দেহ হলে তল্লাশি চালানো হচ্ছে। গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, আবাসিক হোটেলগুলোতে সিসি ক্যামেরা সচল রাখা, অতিথিদের সম্পর্কে পুলিশকে জানানোসহ সতর্ক থাকার নির্দেশের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও বিদেশি দূতাবাসগুলো ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নজরদারি বাড়ানো হয়েছে। অন্য কিছু নয়। আবু বকর সিদ্দিক জানান, বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে টহল পুলিশের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও পুলিশের নজরদারি রয়েছে। এর জন্য বাড়তি জনবল মোতায়েন করা হয়েছে। অবশ্য ওই থানার ডিউটি অফিসার বিকেলে জানিয়েছেন, জঙ্গি হামলার আশঙ্কার খবরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, গুলশান ক্লাবের সেক্রেটারির বরাত দিয়ে একটি বার্তা দেয়া হয় ওই ক্লাবের সদস্যদের। সেখানে বলা হয়, ক্লাবটিতে রেড এলার্ট জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই ক্লাবে নিরাপত্তার কথা মাথায় রেখে সবাইকে ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গুলশান ক্লাবের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নুরুল আলম জানান, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ক্লাবের সদস্যদের নিরাপত্তার বিষয়ে পূর্ব সতর্কতার কথা জানানো হয়েছে। পুলিশের সতর্কতা অনুযায়ী ক্লাবের মাঠে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট সূত্রমতে, নব্য জেএমবির একটি গ্রুপ রবিবার ঢাকার কোনো একটি চার্চ বা কোথাও হামলা করবে বলে নিজেদের অনলাইন গ্রুপে পোস্ট দিয়েছে। এ কারণে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। এরপরই নড়েচড়ে বসেছে পুলিশ-র‌্যাব। উচ্চ সতর্কতাও জারি করা হয়েছে। সূত্র আরো জানায়, সম্প্রতি আবু মোহাম্মদ আল বাঙালি নামে এক নব্য জেএমবির শীর্ষ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তাদের ভাষায় ‘কাফেরদের’ ওপর হামলা চালানোর আহ্বান জানায়। প্রয়োজনে গাড়িচাপার মাধ্যমেও হামলা চালানোর হুমকি দেয়া হয়। ওই হুমকির পর থেকে সিটিটিসির কর্মকর্তারা গোয়েন্দা অনুসন্ধান আরো জোরদার করে জঙ্গিদের হামলার পরিকল্পনা জানার চেষ্টা করেন। সিটিটিসির এক কর্মকর্তা জানান, আবু মোহাম্মদ আল বাঙালি জঙ্গি সংগঠনে আগে ডন নামে পরিচিত ছিলেন। তার ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন এক শ্বেতাঙ্গ বর্ণবাদী। এরপর শনিবার পশ্চিম আফ্রিকার দেশ মালির দুটি গ্রামে গুলি করে অন্তত ১৩৪ পশুপালককে হত্যা করা হয়েছে। পাশাপশি নিউজিল্যান্ডে হামলার প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি জঙ্গিগোষ্ঠী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App