×

বিনোদন

কষ্ট বুকে নিয়েই শাহনাজ চলে গেল - গাজী মাজহারুল আনোয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৩:৫৩ পিএম

কষ্ট বুকে নিয়েই শাহনাজ চলে গেল - গাজী মাজহারুল আনোয়ার
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা হয়েছিল ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির মধ্য দিয়ে। এই গানের গীতিকার আমি, প্রথম সুরকার ছিলেন আনোয়ার পারভেজ, শাহনাজের বড় ভাই। মূল শিল্পী ছিলেন আব্দুল জব্বার ও শাহনাজ। পরবর্তী সময়ে সুরকার হিসেবে আনোয়ার পারভেজের উদ্যোগে আলতাফ মাহমুদ, আলাউদ্দিন আলীও সম্পৃক্ত হয়েছিলেন। তো, সেই ‘জয় বাংলা বাংলার জয়’ গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ চলে গেলেন। তার এই চলে যাওয়ায় যেখানে দেশের সবশিল্পী, নির্বিশেষ সব রাজনীতিবিদের উপস্থিতি থাকাটা জরুরি ছিল সেখানে আব্দুল হাদী, কুমার বিশ^জিৎ, কনকচাঁপা ছাড়া আর কাউকেই চোখে পড়েনি। এটা কতটা কষ্টের, দুঃখের তা বলার নয়। শাহনাজকে আমি খুব কাছে থেকে চিনি জানি। এতকিছু করার পরও যখন দেখল রাষ্ট্রীয়ভাবে তাকে মূল্যায়ন করা হয় না, তখন সে নিজেই নিজেকে নির্বাসনে নিয়ে যায়। নির্বাসনে সেই যে একা হয়ে গেল, কষ্ট বুকে নিয়েই শাহনাজ চলে গেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App