×

খেলা

ইনজুরিতে সেরেনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৩:৩৯ পিএম

ইনজুরিতে সেরেনা
ইনজুরি সমস্যা যেন পিছু ছাড়ছে না রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড ¯øামজয়ী আমেরিকার টেনিস কন্যা সেরেনা উইলিয়ামসের। চোটের কারণে গত সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসে খেলার মাঝপথেই সরে দাঁড়াতে হয়েছিল তাকে। এবার মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেও ইনজুরির কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন তিনি। গতকাল চলমান মিয়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইডেনের রেবেক্কা পিটারসনের মুখোমুখি হয়েছিলেন সেরেনা উইলিয়ামস। ম্যাচটিতে সুইডিশ টেনিসারকে ৬-৩, ১-৬, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করেন ২৩ বারের গ্র্যান্ড ¯øামজয়ী সেরেনা। ক্যারিয়ারের মোট ৮ বার মিয়ামি ওপেনের শিরোপা জিতেছেন বর্তমানে ৩৭ বছর বয়সী আমেরিকার টেনিসার। সেরেনা উইলিয়ামসের ভক্তদের প্রত্যাশা ছিল এবার নবম শিরোপা জিতবেন তাদের প্রিয় তারকা। কিন্তু ইনজুরি সেটা হতে দিল না। আগামীকাল তৃতীয় রাউন্ডের ম্যাচে ২৭ বছর বয়সী চীনের টেনিস কন্যা ওয়াং কিয়াংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল সেরেনার। তার আগেই সেরেনার পক্ষ থেকে এলো দুঃসংবাদ। ইনজুরির কারণে ওয়াং কিয়াংয়ের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি। চোটের কারণে নাম প্রত্যাহার করে নিতে হওয়ায় সেরেনা উইলিয়ামস নিজেও বেশ হতাশ। এ বিষয়ে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমি কোনো শিরোপা জিততে পারছি না। প্রত্যাশা ছিল মিয়ামি ওপেনের এবারের আসরের ট্রফিটা জেতার। কিন্তু ইনজুরি সবকিছু কেড়ে নিল। তৃতীয় রাউন্ডে উঠেও নাম প্রত্যাহার করে নেয়াটা সত্যিই হতাশার ও কষ্টের। তবে আগামী বছর টুর্নামেন্টটিতে খেলতে চান তিনি। সেরেনা জানান, আশা করছি, মিয়ামি ওপেনের পরের আসরে খেলতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App