×

খেলা

আবাহনী-মোহামেডান দ্বৈরথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৩:০৮ পিএম

আবাহনী-মোহামেডান দ্বৈরথ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন শক্তিশালী আবাহনী হলেও দল হিসেবে খেলে ‘আবাহনী দুর্গ’ জয়ের আশা মোহামেডানের। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল। দিনের অন্য ম্যাচে ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে এবং সাভারে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়াই করবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। জাতীয় দলের ৮-৯ জন ক্রিকেটার আবাহনীর দলে থাকায় টুর্নামেন্টের অন্য দলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়েই রয়েছে তারা। চলতি আসরেও চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার সম্ভাবনাও রয়েছে তাদের। তাই চলতি আসরে মোহামেডানের কাজটা মোটেও সহজ হবে না। মাশরাফি বিন মর্তুজাসহ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাঈফউদ্দীন, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে জয়ে ফেরার মিশনে নামবে ঢাকার ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ২ হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দলটি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র ১ হার নিয়ে তালিকার শীর্ষ দল আবাহনী। আসরের শুরুটা দুর্দান্ত হয়েছিল মোহামেডানের। অধিনায়ক রকিবুল হাসানসহ, সোহাগ গাজী, শফিউল ইসলামদের নৈপুণ্যে প্রথম তিন ম্যাচের সব কটিতেই জিতেছিল তারা। তবে শেষের দুই রাউন্ডে অল্পের জন্য জয় হাতছাড়া করে ধুঁকছে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দল। পরপর দুই ম্যাচ হারায় মোহামেডানের প্রাথমিক লক্ষ্য এখন জয়ে ফেরা। যে মিশনে তাদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী আবাহনী। কোচ মঞ্জুর মতে, দল হিসেবে খেলতে পারলেই আবাহনীকে হারানো সম্ভব। প্রতিপক্ষ শিবিরে জাতীয় দলের সব তারকা থাকলেও নিজেদের পরিকল্পনা থেকে সরবে না মোহামেডান, এমনটাই জানালেন দলের কোচ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মঞ্জুর ভাষ্যে, আজকের ম্যাচটা অন্য সবদিনের মতো হবে না। আজকে আলাদা দিন, আলাদা সবকিছু। সব দলেরই একটা পরিকল্পনা থাকে যেটা ঠিক করা হয় সব দিক বিবেচনা করেই। তাই প্রতিপক্ষ কাকে খেলাবে সেটা তাদের চিন্তা, আমাদের একাদশ নিয়ে আমাদের চিন্তা। ওদিকে ২০১৬ ও ২০১৭ মৌসুমে আবাহনী-মোহামেডান দ্বৈরথে তিনবারের দুটিতেই সেঞ্চুরি করা জাতীয় দলের উইকেট কীপার কাম ব্যাটসম্যান লিটন দাস এবার মোহামেডানের হয়ে আজই মাঠে নামছেন। ২০১৬ সালের ১৫ জুন সুপার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ১৩৯ (১২৫ বলে) রানের ইনিংস খেলে দলকে ২৬০ রানের জয় এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন লিটন দাস। পরের বছর ৮ মে একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে লিটনের ব্যাট থেকে আসে ১০৩ বলে ১৩৫ রানের ঝড়ো ইনিংস। রকিবুল হাসানের রেকর্ড গড়া ১৯০ রানের ইনিংসের পরও লিটনের দল জেতে ২৭ রানের ব্যবধানে। এবার সেই লিটন দলবদলের পালায় চলে এসেছেন মোহামেডানে। নিউজিল্যান্ড সফর শেষে প্রায় এক সপ্তাহ বিশ্রামে থাকা লিটন এবারের লিগে প্রথমবারের মতো খেলতে নামছেন আজ। আকাশি-নীল জার্সি গায়ে মোহামেডানের বিপক্ষে পরপর দুবছর চার-ছক্কার ফুলঝুরি ছোটানো দিনাজপুরের এ স্টাইলিশ ওপেনার লিটন এবার সাদা-কালো জার্সি গায়ে ধানমন্ডির দলটির বিপক্ষে কী করেন সেটাই দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App