×

খেলা

আতাহার আলী আইপিএলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৩:০২ পিএম

আতাহার আলী আইপিএলে
বাংলাদেশের ক্রিকেট খেলা মানেই মাইক্রোফোন হাতে আতহার আলী খানের প্রাণবন্ত কণ্ঠস্বর। মাশরাফি-সাকিবরা যখন মাঠ মাতিয়ে বেড়ান তখন আতহার আলী খান ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। বাংলাদেশের এই জনপ্রিয় ধারাভাষ্যকার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলা ধারাভাষ্য দিচ্ছেন। গত শনিবার শুরু হওয়া চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে তিনি আইপিএল যাত্রা শুরু করেছেন। ভারতভিত্তিক বাংলা ভাষার চ্যানেল জলসা মুভিজে সরাসরি সম্প্রচারে বাংলায় ধারাভাষ্য দেন আতহার আলী। সাধারণত ইংরেজিতে ধারাভাষ্য দিয়ে থাকেন তিনি। কিন্তু আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন বাংলায়! বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে ব্যাপারটি এসেছে চমক হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এ নিয়ে মতামত প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের সাক্ষীও আতহার। শুধু তাই নয়, জয়ের অন্যতম নায়কও তিনি। ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে মোহাম্মদ রফিকের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েছিলেন তিনি। তার ব্যাটে ৪৭ রানের ইনিংস পেয়েছিল বাংলাদেশ। আতহারের অন্যতম ইনিংসের মধ্যে আরেকটি ছিল ইডেন গার্ডেনে। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে চোখ ধাঁধানো ৭৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তিনি। ১৯৯৮ সালে ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেটের সঙ্গেই রইলেন তিনি। বনে গেলেন ধারাভাষ্যকার। বাংলাদেশি হয়েও তিনি প্রায় ইংরেজি ভাষী। সেই ইংরেজিটাকেই পুঁজি করলেন। সঙ্গে ছিল ক্রিকেট বিশ্লেষণ তথা কথার মারপ্যাঁচের ক্ষমতা। সেই থেকে শুরু, আন্তর্জাতিক ক্রিকেটার থেকে আন্তর্জাতিক ধারাভাষ্যকার। ভাষ্যকার হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে আসছেন ৫৭ বছর বয়সী আতাহার। ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের ঐতিহাসিক বেশ কিছু জয়ের সঙ্গে মিশে আছে তার কণ্ঠস্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App