×

জাতীয়

১১৭ উপজেলায় ভোট গণনা চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৫:১৪ পিএম

১১৭ উপজেলায় ভোট গণনা চলছে
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল ও একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। আগের দুই ধাপের মতো উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম। ভোটের এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। যান চলাচলেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। দুই ধাপে ভোট হলেও সেখানে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি আশানুরূপ ছিল না। স্থানীয় এমপিদের একের পর এক আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনে প্রভাব ঠেকাতে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে ইসিকে। ১০ মার্চ প্রথম ধাপের ভোট থেকে এ পর্যন্ত দেড় ডজন এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে ইসি। তৃতীয় ধাপের ভোটেও পাঁচ এমপিকে সতর্ক করে চিঠি দেওয়া হয়। পাশাপাশি তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এই ধাপে মোট ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ১৩ জন নারী ভাইস চেয়ারম্যানসহ মোট ৫৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১১৭টি উপজেলায় আজ এক হাজার ৩২৩ প্রার্থী ভোটের লড়াইয়ে নামছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪০, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন। এসব উপজেলায় মোট ভোটার এক কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন। কেন্দ্র সংখ্যা ৯ হাজার ২৯৮টি। ভোটকক্ষ ৫৮ হাজার ৫২৪টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App