×

বিনোদন

শোবিজ পাড়ায় নির্বাচনী উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৫:১২ পিএম

শোবিজ পাড়ায় নির্বাচনী উৎসব
দেশের টেলিভিশন নাটকের সঙ্গে সম্পৃক্ত দুটি সংগঠনের নির্বাচনকে ঘিরে এখন টেলিভিশন মিডিয়া পাড়ায় চলছে উৎসবের আমেজ। আগামী ৬ এপ্রিল টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ এবং ১৯ এপ্রিল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনয় শিল্পী, প্রযোজক এবং অন্য কলাকুশলীরা। সংগঠনের সদস্যরা এখন আছেন উৎসবের আমেজে। প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হলেও কারা প্রার্থী হবেন সেটা নিয়েই আলোচনায় সরগরম। সম্ভাব্য প্রার্থীরাও সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। জানা গেছে, প্রযোজকদের সংগঠন প্রডিউসারস এসোসিয়েশনের এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইরেশ জাকের ও মনোয়ার হোসেন পাঠান। সহসভাপতি পদে প্রার্থী হচ্ছেন সাজ্জাদ হোসেন দোদুল, জহির আহমেদ, তারেখ মিন্টু, দেওয়ান হাবীব, এস এম এহসানুল আজিম ও আনসারুল আলম লিংকন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন সাজু মুনতাসির ও মুজিবুর রহমান মুজিব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন কাজী রিয়াজ হোসেন নয়ন, সৈয়দ ইরফান উল্ল্যাহ, রেজাউল হক রেজা, সায়েদুজ্জামান তালুকদার মিঠু। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সৈয়দ হাসান ইমাম। তার সহযোগী কমিশনার হিসেবে আছেন এস এম মহসিন ও খায়রুল আলম সবুজ। এই নির্বাচনে কোনো প্যানেল থাকছে না বলে একটি সূত্রে জানা গেছে। অন্যদিকে ২০ মার্চ থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে অভিনয় শিল্পী সংঘ নির্বাচনের। ২৫ মার্চ পর্যন্ত চলবে মনোনয়নপত্র সংগ্রহ এবং ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারিত হয়েছে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২ এপ্রিল। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সৈয়দ হাসান ইমাম। এ ছাড়া সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন কামাল বায়েজিদ, ড. মোহাম্মদ বারী, আফরোজা বানু ও এস এ হক অলিক। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই বিগত কমিটি তাদের কাজের প্রতিবেদন তুলে ধরেন এবং জানানো জয় মার্চে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হয়। এতে শহিদুল আলম সাচ্চু সভাপতি ও আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ১৯ এপ্রিলের নির্বাচনে সাড়ে আটশর মতো ভোটার রয়েছেন। তাদের ভোটেই নির্বাচিত হবেন ২১ জন শিল্পী। যারা সংগঠনটির কর্মতৎপরতার নেতৃত্ব দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App