×

খেলা

শাইনপুকুরের প্রথম জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০১:২৮ পিএম

শাইনপুকুরের প্রথম জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) পঞ্চম পর্বের শেষ তিন ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং বাংলাদেশ ক্রিড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। গতকাল ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রানের মামুলি স্কোর দাঁড় করায় উত্তরা স্পোর্টিং ক্লাব। জবাবে ১৪৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এ দিন বল হাতে ৩ উইকেট নিয়ে উত্তরাকে অল্প রানে গুটিয়ে দিয়ে বড় ভ‚মিকা রাখেন সাব্বির হোসেন। ব্যাট হাতেও খেলেন অসাধারণ এক ইনিংস। উত্তরার বিপক্ষে শাইনপুকুরের ৮ উইকেটের বড় জয়ের মূল নায়ক এই অলরাউন্ডার। ওপেনিং জুটিতেই ১১৭ রান তুলেন শাদমান ইসলাম ও সাব্বির হোসেন। ৭৩ বল খেলে ৩৮ রান করে শাদমান বিদায় নিলেও দলের হাল ধরেন সাব্বির। প্রায় এক হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া ইনিংস খেলেন তিনি। যদিও দুর্দান্ত ব্যাটিং করা সাব্বির দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। দলের স্কোর যখন সমান সমান ঠিক ওই সময় ভুল শট খেলে জাহাঙ্গীর আলমের বলে সাইদুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন সাব্বির। মাত্র ১ রানের জন্য কাক্সিক্ষত সেঞ্চুরি মিস করেন। ৭২ বলে তার ইনিংসটি ছিল ৭ চার ও ৭ ছক্কায় সাজানো। ম্যাচসেরা হন সাব্বির রহমান। উত্তরার পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫১ রান আসে মিনহাজুল আবেদিনের (১) ব্যাট থেকে। এ ছাড়া বলার মতো রান আসে কেবল ওপেনার তানজিদ হাসান (২৫) ও অধিনায়ক মোহাইমিনুল খান (২১) এবং আনিসুল ইসলাম ইমনের (১৩) ব্যাট থেকে। বাকিদের কেউই ডবল ডিজিটে পৌঁছাতে পারেননি। বল হাতে শাইনপুকুরের সাব্বির ১০ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ৩ উইকেট নেন। ৯ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট পান রকিবুল হাসান। ১টি উইকেট নেন শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সোহরাওয়ার্দী শুভ। ৫ ম্যাচ শেষে একমাত্র জয়ে শাইনপুকুরের পয়েন্ট মাত্র ২। আর তালিকার শেষে থাকা উত্তরার পয়েন্টও সমান। তবে রান-রেটের ব্যবধানে পিছিয়ে। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান করে বিকেএসপি। দলের পক্ষে সর্ব্বোচ্চ রান ৭১ রান করেন শামিম হোসাইন। এ ছাড়া অধিনায়ক আকবর আলী ৫৬ ও পারভেজ হোসাইন ইমন ৬৯ রান করেন। জবাবে নির্ধারিত ওভারে ২৬৫ রান করতে সক্ষম হয় ব্রাদার্স ইউনিয়ন। ফলে ২ রানে জয় পায় বিকেএসপি। দলের পক্ষে সর্বোচ্চ রান করা শামিম হোসাইন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ওদিকে সাভারে বিকেএসপি মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় টস হেরে আগে ব্যাট করে খেলাঘর সমাজকল্যাণ সমিতি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তুলতে সক্ষম হয়। জবাবে সাইফ হোসেনের সেঞ্চুরিতে (১৩২) ভর করে ২০ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় প্রাইম দোলেশ্বর। ১৩৪ বলে ৯ চার ৩ ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংসটি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে সাইফ হাসানের হাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App