×

খেলা

মাঠে নামছেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০২:২৬ পিএম

মাঠে নামছেন সাকিব

ফাইল ছবি।

গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের খেলা। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ দুটি ম্যাচ হবে। যেখানে দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচটি হবে ইডেন গার্ডেনে। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স লড়বে শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। দুটি ম্যাচ থাকলেও বাংলাদেশি সমর্থকদের নজর থাকবে মূলত কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচটির দিকে। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। ম্যাচটিতে সানরাইজার্সের জার্সি গায়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলতে নামার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবারের আইপিএলে সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে শেষ মুহূর্তে এসে তাকে অনাপত্তিপত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ার পরপরই গত পরশু (শুক্রবার) কলকাতার উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডারের কলকাতা যাওয়ার উদ্দেশ্য ইডেন গার্ডেনে হতে যাওয়া প্রথম ম্যাচটিতেই মাঠে নামা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয় ইডেন গার্ডেন। সে হিসেবে এই মাঠটি এবং কলকাতা শহরের সঙ্গে জড়িয়ে আছে সাকিবের অনেক স্মৃতি। কেননা আইপিএলের ৭টি মৌসুম যে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেই খেলেছেন টাইগার অলরাউন্ডার। দল বদলালেও সাকিবের স্মৃতিতে একটুও ভাটা পড়েনি। তাই দ্বাদশ আসরের প্রথম ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে স্মৃতিকাতর সাকিব এক ভিডিও বার্তায় বলেন, কলকাতায় ফিরে আসলাম। ইডেন গার্ডেনে এত দর্শকের সামনে খেলা দারুণ কিছু। এখানে আমার অনেক স্মৃতি আছে। আমরা এখন সামনের ম্যাচটির দিকে মুখিয়ে আছি। আইপিএলের গত আসরে শিরোপার খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন হয়নি সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ, সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়েই। তবে সেই আক্ষেপটা এবার ঘোচাতে চান সাকিব। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সমর্থন করতে থাকুন। বিশ্বাস রাখুন আমাদের ওপর। আশা করি, আমরা শিরোপা জিতব। গত আইপিএলে সাকিব ছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এবার মোস্তাফিজ খেলছেন না। সে হিসেবে সাকিবই একমাত্র টাইগার ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে অংশ নিচ্ছেন। তবে দ্বাদশ আইপিএলের সবগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি। বিসিবির দেয়া শর্ত অনুযায়ী আগামী ২২ এপ্রিলের মধ্যেই দেশে ফিরতে হবে সাকিবকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App