×

খেলা

বিশ্বকাপে বাংলাদেশ ভয়ঙ্কর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০১:১৫ পিএম

দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। আর মাত্র ৬৭ দিন পর ইংল্যান্ড এবং ওয়েলসে পর্দা উঠছে বিশ্বকাপের। সাবেক রথী-মহারথীরা নিজেদের ভবিষ্যৎবাণী দিচ্ছেন সম্ভাব্য চ্যাম্পিয়নদের ব্যাপারে। ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মাশরাফি বাহিনীকে ভয়ঙ্কর দল হিসেবে অভিহিত করেছেন। নিজেদের দিনে টাইগাররা যে কাউকে মাটিতে নামিয়ে আনতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। গত বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিল। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও এবার স্টিভ রোডসের শিষ্যদের সমীহ করছেন। ১৯৯৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বকাপে ৩২ ম্যাচে অংশ নিয়ে ১১টিতে জয় পেয়েছে টাইগাররা। ইংল্যান্ডের মাটি বরাবরই বাংলাদেশের জন্য ফেভারিট। ইংলিশ আবহাওয়া এবং দর্শক টাইগারদের সাফল্য লাভের নিয়ামক হিসেবে কাজ করে। এবার বিশ্বকাপের সবচেয়ে খাটো ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। অন্যদিকে ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান হলেন সবচেয়ে লম্বা ক্রিকেটার। ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বিশ^কাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল মাত্র ৮টি। ২০০৭ সালেল বিশ্বকাপে ১৬টি দল অংশ নিয়েছিল। ২০১৫ সালের বিশ^কাপে প্রাইজমানি ছিল ৩৭ লাখ ৫০ হাজার ইউএস ডলার। যা এযাবৎ সর্বোচ্চ। ১৯৭৫ সালের বিশ^কাপে প্রাইজমানি ছিল ৫ হাজার ২শ ইউএস ডলার। বিশ^কাপে সবচেয়ে বড় স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনস। দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২০ হাজার। ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বিশ্বকাপে একটানা ২৭ ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিশ্বকাপে একটানা ১৮ ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে। ১৯৭৫ সালের বিশ^কাপে ক্রিকেটাররা হাঁকিয়েছিল ২৮টি ছক্কা। অন্যদিকে ২০১৫ সালের বিশ্বকাপে ৪৬৩টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিকেটাররা। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান ভারতের শচিন টেন্ডুলকার। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে ৬৭৩ রান করেন। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে কম রান অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ২০১৫ সালের বিশ্বকাপে তিনি ৩ ইনিংসে ০ রান। ২০১৫ সালের বিশ্বকাপে টাইগার ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ রিয়াদ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৯৯৯ সালে টাইগাররা প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এবার যদি মাশরাফি বাহিনী শিরোপা জিতে তাহলে অবাক হবে না বিশ্ব!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App