×

জাতীয়

নড়াইলের ভোটকেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ: আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৬:৩৯ পিএম

নড়াইলের ভোটকেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ: আহত ২০

নড়াইলের ভোটকেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ: আহত ২০

নড়াইলের কালিয়ার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সর্মথকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

উক্ত কেন্দ্রে সাময়িক ভোট প্রদান স্থগিত থাকলেও উদ্ধর্তন কর্মকর্তার উপস্থিতিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। আজ রবিবার দুপুরে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরের দিকে নৌকা ও আনারস প্রতীকের সমার্থকগণ পরস্পরের প্রতি জাল ভোটের অভিযোগ করে।

এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকগণ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। সংঘর্ষের সংবাদ শুনে বিজিবিসহ পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এ ঘটনায় সাময়িক ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরবর্তিতে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম বারগণের উপস্থিতিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App