×

জাতীয়

কটিয়াদীতে ভোটগ্রহণ স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১১:২৭ এএম

কটিয়াদীতে ভোটগ্রহণ স্থগিত
নির্বাচনে অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে। কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মাশরুকর রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, সকাল ৮টায় কটিয়াদী উপজেলার ৮৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে চান্দপুর ইউনিয়নের বেশ কিছু কেন্দ্রে রাতেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর পর প্রথমে ৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেন নির্বাচন কমিশন। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ ও ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। সকাল ১০টায় সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App