×

খেলা

আর্চারদের থাইল্যান্ড মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০২:০৭ পিএম

আর্চারদের থাইল্যান্ড মিশন
থাইল্যান্ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি টুনামেন্ট স্টেজ-২। এবার আরো বড় মঞ্চে খেলতে যাচ্ছেন রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। বাংলাদেশ দল আজ দুই ভাগে থাইল্যান্ড যাচ্ছে। দুপুরে একদল, আরেক দল রাতে। দুই খেলোয়াড় ও এক কর্মকর্তার ভিসা পেতে বিলম্ব হবার কারণে ব্যাংককে ভাগ হয়ে যেতে হচ্ছে আর্চারদের। আর্চারদের ব্যাংকক সফর উপলক্ষে গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, পৃষ্ঠপোষক সিটি গ্রুপের নির্বাহী পরিচালক মার্কেটিং ও সেলস জাফর উদ্দিন সিদ্দিকী, ফেডারেশনের সহসভাপতি মো. আনিসুর রহমান দিপু ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। এবার এ টুনামেন্টে বাংলাদেশের ১২ জন আর্চার অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি হবে দুটি ডিভিশনে, রিকার্ভ ও কম্পাউন্ড। রিকার্ভ ডিভিশনে ৩ জন পুরুষ ও ৩ জন নারী এবং কম্পাউন্ড ডিভিশনে ৩ জন পুরুষ ও ৩ জন নারী অংশগ্রহণ করবে। শুটিংয়ে দূরত্ব রিকার্ভ ডিভিশনে ৭০ মিটার ও কম্পাউন্ডে ৫০ মিটার। র‌্যাঙ্কিং রাউন্ড ও ইলিমিনেশন পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি টুর্নামেন্টে যেখানে দিন দিন পারফরমেন্স তলানির দিকে সেখানে এশিয়া কাপে বাংলাদেশ কী করবে, সেটাই প্রশ্ন। মার্টিন ফেড্রারিক জানিয়েছে, আমার দল ভালো করবে। ওরা সেমিফাইনালে ভালো খেলে ফাইনাল খেলবে। যদিও এ প্রতিযোগিতায় সব দলই শক্তিশালী তবে আমার শিষ্যরাও লড়াই করবে। তবে ঘরের মাঠে খারাপ করার পর আরো বড় মঞ্চে পদক জয়ের কথা জোর দিয়ে বলতে পারছেন না আচারির কর্মকর্তারা। বাংলাদেশ ২০০৭ হতে ২০১৮ সাল পর্যন্ত ১৫ বার এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুনামেন্টে অংশগ্রহণ করেছে। এর মধ্যে দুবার বাংলাদেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্চার ফেডারেশন এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রিক্স এবং বর্তমান এশিয়া কাপ ওয়াল্ড র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় বাংলাদেশ দল ১৫ বার অংশগ্রহণ করে ৭টি টুনামেন্টে পদক অর্জন করেছে। এর মধ্যে ২টি স্বর্ণ, ৮টি সিলভার ও টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ : রোমান সানা, ইমদাদুল হক মিলন, হাকিম আহমেদ রুবেল। কম্পাউন্ড পুরুষ : শেখ সজিব, অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন। রিকার্ভ নারী : বিউটি রায়, নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড নারী : সুস্মিতা বণিক, বন্যা আক্তার, শ্যামলী রায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App