×

তথ্যপ্রযুক্তি

অ্যালয় হুইলে এলো রয়েল এনফিল্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৩:১৪ পিএম

অ্যালয় হুইলে এলো রয়েল এনফিল্ড
অ্যালয় হুইলে ভারতের বাজারে এলো রয়েল এনফিল্ডের ক্লাসিক এবং থান্ডারবার্ড মডেল। এতদিন বাইক দুটি স্পোকের রিমে পাওয়া যেত। ক্রোম ফিনিশের এই অ্যালয় হুইলে নয়টি স্পোক থাকছে। থান্ডারবার্ডের এক্স মডেলটিও অ্যালয় রিমে পাওয়া যাচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, রয়েল এনফিল্ডের ক্ল্যাসিক ৩৫০ মডেলে নতুন অ্যালয় হুইল ব্যবহৃত হয়েছে। বাইকটির সামনের চাকায় ১৯ ইঞ্চি এবং পেছনের চাকায় ১৮ ইঞ্চির অ্যালয় হুইল সংযোজিত হয়েছে। নতুন অ্যালয় হুইলের সঙ্গে থাকছে টিউবলেস টায়ার। কাস্টমাইজেশন রয়েল এনফিল্ড মোটরসাইকেলের অন্যতম প্রধান আকর্ষন। এবার সেই বাজারে প্রবেশ করল প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App