×

খেলা

বিশ্বকাপে অতিরিক্ত রানের ইনিংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ০৪:১৭ পিএম

বিশ্বকাপে অতিরিক্ত রানের ইনিংস
ক্রিকেটে এক রান খুবই মূল্যবান প্রতিপক্ষ দলগুলোর জন্য। অনেকেই এক রানের জন্য ম্যাচ হেরে যায় আবার অনেকেই এক রান আটকিয়ে ছিনিয়ে নেয় জয়। ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ^কাপকে সামনে রেখে চলুন জেনে নেয়া যাক বিশ্বকাপ মঞ্চে সবচেয়ে বেশি অতিরিক্ত রানের পাঁচ ইনিংস সম্পর্কে। বিশ্বকাপে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেয়ার রেকর্ডটি স্কটল্যান্ডের নামের পাশে। ১৯৯৯ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৫৯ রান দিয়েছিল স্কটল্যান্ড। সেবার বিশ্বকাপ বসেছিল যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে। সেটি ছিল বিশ্বকাপের সপ্তম আসর। লিচেস্টার স্ট্রিটের রিভারসাইড স্টেডিয়ামে স্কটিশরা পাকিস্তানের বিপক্ষে ৫৯ রান দেয়। এর মধ্যে ছিল ৩৩ ওয়াইড এবং ১৫টি নো-বল। পাকিস্তান ৬ রান নিয়েছিল লেগ বাই থেকে এবং ৫ রান করেছিল বাই থেকে। বিপরীতে স্কটিশরা নিজেদের ইনিংসে অতিরিক্ত নিয়েছিল ৩৭ রান। এর মধ্যে ১৭টি ছিল ওয়াইড বল এবং ৮টি নো-বল। অবশিষ্ট ১১ এবং ১ রান হয়েছিল যথাক্রমে লেগ বাই এবং বাই থেকে। ওই ম্যাচটি ৯৪ রানের ব্যবধানে জিতেছিল ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান। বিশ^কাপ মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত রান দেয়ার রেকর্ড রয়েছে ভারতের। সেটিও ছিল ১৯৯৯ সালের যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে বসা বিশ্বকাপের সপ্তম আসরে। ওই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫১ রান দিয়েছিল মোহাম্মদ আজহার উদ্দিনের নেতৃত্বাধীন ভারত। লিচেস্টারের গ্রেইস রোডে ওই ম্যাচে আগে ব্যাট করতে নামে রোডেশীয়রা। ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৫২ রান। অতিরিক্ত ৫১ রানের মধ্যে আজহার উদ্দিনরা করেছিলেন ২১টি ওয়াইড এবং ১৬টি নো-বল। জিম্বাবুয়ের অবশিষ্ট ১৪ রান এসেছিল লেগ বাই থেকে। অন্যদিকে রোডেশিয়ারা ওই মাচে ভারতকে দেয় অতিরিক্ত ৩৯ রান। এর মধ্যে ২৪টি ওয়াইড এবং ১০টি ছিল নো-বল। বাকি রানের মধ্যে ৪ এসেছিল লেগ বাই এবং ১ বাই থেকে। জবাবে ভারতের ইনিংস থেমেছিল ২৪৯ রানে। ফলে মাত্র ৩ রান ব্যবধানে এ ম্যাচটি জিম্বাবুয়ে জিতে নেয়। ভারতীয় ক্রিকেটাররা বেশি অতিরিক্ত রান না দিলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App