×

খেলা

দেশ ছাড়লেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ০৩:৪৪ পিএম

দেশ ছাড়লেন সাকিব

সাকিব আল হাসান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে বাংলাদেশ থেকে খেলেছেন দুজন ক্রিকেটার- সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে এবার মোস্তাফিজ খেলছেন না, খেলছেন কেবল সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের দ্বাদশ আসর মাতাবেন তিনি। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা সাকিবের এবারের আইপিএলে খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। বিশ^কাপের কথা মাথায় রেখে শুরুতে তাকে ছাড়পত্র না দেয়ার কথাও ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সব নাটকীয়তার ইতি ঘটে গত পরশু (বৃহস্পতিবার)। কিছু শর্ত সাপেক্ষে সাকিবকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয় বিসিবি। হাতে সময় নেই। আগামীকালই এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে সাকিবের দলের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। আর ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। প্রথম ম্যাচেই যাতে খেলতে নামতে পারেন সে লক্ষ্যে গতকাল (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কলকাতার উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগার অলরাউন্ডার। অবশ্য এবারের আইপিএলে সবগুলো ম্যাচে খেলতে পারবেন না সাকিব। বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে আগামী ২২ এপ্রিল। সাকিবকে জানিয়ে দেয়া হয়েছে প্র্যাকটিস শুরুর আগেই আইপিএল ছেড়ে চলে আসতে হবে তাকে। অর্থাৎ ২০ কিংবা ২১ এপ্রিলের মধ্যেই দেশে ফিরতে হবে সাকিবকে। এদিকে আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কে হবেন, তা নিয়ে তৈরি হয়েছিল নানান কৌতূহল। বল টেম্পারিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু এবারের আইপিএলে খেলবেন এই অজি ক্রিকেটার। ওয়ার্নারের অনুপস্থিতিতে গত আসরে সাকিবদের নেতৃত্ব দিয়েছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার নেতৃত্বে গত আইপিএলে রানার্সআপ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যে কারণে নেতৃত্বের বড় দাবিদার তিনি। তাই ওয়ার্নার ফেরায় কার কাঁধে উঠবে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব, তা নিয়ে বেশ নাটকীয়তা শুরু হয়েছিল। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেছে দলটি। কেন উইলিয়ামসনই এবারের আইপিএলে সাকিবদের নেতৃত্ব দেবেন। এ বিষয়ে হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষণ বলেন, কেন উইলিয়ামসন অসাধারণ একজন ব্যাটসম্যান। গত বছর তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই আমরা এবারো তার কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছি। আশা করি, তিনি হতাশ করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App