×

জাতীয়

সোনাগাজীতে হুমকির মুখে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ০২:৩৪ পিএম

চতুর্থধাপে ৩১মার্চ সোনাগাজী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হযেছেন আ.লীগ মনোনীত জহির উদ্দিন লিপটন। ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায় মাঠে আছেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াতুল হক বিটু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায় আছেন উপজেলা মহিলালীগ সভানেত্রী জোবেদা নাহার মিলি ও যুব মহিলা লীগ নেত্রী মোর্শেদা আক্তার মিয়াজি। মোর্শেদা আক্তার জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে এ উপজেলায় জেলা আ.লীগ ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থী ঘোষনা করেছেন । সেসব প্রার্থীদের জেতানোর লক্ষ্যে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য অব্যহত হুমকি দিচ্ছে স্থানীয় আ.লীগ নেতারা। তিনি আরও বলেন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের হুমকিতে উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ, চর ছান্দিয়া বঙ্গবন্ধু পরিষদ সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু তাহের মনোনয়ন প্রত্যাহার করেছেন। স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ বলেন, প্রার্থীদের অব্যহত প্রান নাশের হুমকি দিচ্ছে উপজেলা আ.লীগের নেতারা। তিনি আরও বলেন, মনোনয়ন বানিজ্য পন্ড হওয়ার আশংকায় তারা প্রার্থীদের হুমকি দিচ্ছেন। প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থী আ.লীগের সক্রিয় কর্মী। সুষ্ঠু নির্বাচনের ফলাফল সকল প্রার্থী মেনে নিবে বলে তিনি জানান। অভিযোগ অস্বীকার করে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন বলেন, জেলা আ.লীগ মনোনীত প্রার্থীদের সমর্থন দেয়ার জন্য স্বতন্ত্র প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার মো. সোহেল পারভেজ জানান, হুমকির অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App