×

খেলা

শনিবার শুরু হচ্ছে আইপিএল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ০৬:৪৮ পিএম

শনিবার শুরু হচ্ছে আইপিএল

আইপিএল ২০১৯

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদনের পসরা সাজানোর আয়োজন। মাঠে চার-ছক্কার ফুলঝুরি আর সীমানা দড়ির বাইরে চিয়ার লিডারদের উল্লাস। মাঠের বাইরে টিভি পর্দায় কোটি কোটি দর্শকের রুদ্ধশ্বাস প্রতীক্ষা। আকর্ষণীয় টিভি সম্প্রচার, স্পাইডার ও ড্রোন ক্যামেরার বিভিন্ন কারিকুরি আর ক্রিকেট বিশেষজ্ঞদের বিশ্লেষণ তো রয়েছেই।

বিশ্বজুড়ে হওয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম আলোচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৯ আসর শুরু হচ্ছে আগামীকাল শনিবার।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের এবারের আসর। চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে আছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তাঁর নেতৃত্বাধীন চেন্নাই তিনবার শিরোপা জিতে নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। অন্যদিকে, ভারতের বর্তমান অধিনায়ক সুপারস্টার বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টুর্নামেন্টের অন্যতম বড় দল হলেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি।

ভারতে এ বছরই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। তাই আইপিএলের এবারের আসর আয়োজন করা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। পরে আসরটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু ম্যাচ ভারতের বাইরে দুবাই কিংবা শারজায় আয়োজনের কথাবার্তা চলছিল।

শেষ পর্যন্ত ভারতেই সব ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আটটি দল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মোট ৫৬টি ম্যাচে একে অপরের মোকাবিলা করবে। আগামী ৫ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App