×

বিনোদন

যুদ্ধ দিনের প্রেম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ০২:৫৪ পিএম

যুদ্ধ দিনের প্রেম
স্বাধীনতা দিবস উপলক্ষে মাসুম শাহরীয়ারের রচনা ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় বিশেষ নাটক ‘যুদ্ধ দিনের প্রেম’ বাংলাভিশনে প্রচার হবে আগামী ২৬ মার্চ রাত ৯টা ৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মিলি বাশার, মাসুম বাশার, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। সত্য ঘটনার অনুপ্রেরণায় এই নাটক নির্মিত হয়েছে। নাটকে দেখা যাবে, বাংলাদেশ-ভারত সীমান্ত। শাহাদাত যুদ্ধের ট্রেনিংয়ে সীমান্ত পার হয়েছিল। এর মধ্যে খবর আসে তার এক প্রিয় শিক্ষক নিশানাথ বাবু ঢাকা থেকে বর্ডারের দিকে আসছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। মেয়েকে নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এক উপশহরে আশ্রয় নিয়েছেন। শাহাদাত ক্যাম্প থেকে ছুটি নিয়ে সীমানা পার হয়ে তার কাছে আসে। শাহাদাত ঠিক করে, যে করেই হোক, স্যারকে নিয়ে বর্ডার পার হতে হবে। নিশানাথ বাবু রাজি হন না। ট্রেনিং রেখে তার ছাত্র এখানে পড়ে থাকবে এটাও তিনি চান না। তিনি শাহাদাতকে বুঝিয়ে পাঠিয়ে দেন। গ্রামের পথ ধরে যাওয়ার সময় কয়েকটা লোক শাহাদাতের পথ আগলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App