×

খেলা

বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ০৩:৩৪ পিএম

দরজায় কড়া নাড়ছে জমজমাট ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। ক্রিকেটপ্রেমীরা সবাই জানেন আগামী ৩০ মে থেকে বসছে এ আসর। গতকাল থেকে ইংল্যান্ডের ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের সব ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে। তবে টিকেট কেনাবেচার ব্যাপারে আগে থেকেই দর্শকদের সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুধু আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেই বিশ্বকাপের টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছে। অন্য কোনো ওয়েবসাইট থেকে টিকেট কিনে দর্শক যেন প্রতারিত না হয় সে বিষয়ে তাদের সতর্কবার্তা দিয়েছে আইসিসি। যদি কেউ অন্য কোনো মাধ্যম থেকে টিকেট কিনে প্রতারিত হন তবে তার জন্য আইসিসি দায়ী থাকবে না। গতকাল গ্রিনিচ সময় সকাল ১০টা বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে আইসিসির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বণ্টন করা হবে এ টিকেট। তাই যারা আগে টিকেটের জন্য আশাহত হয়েছে তাদের এখন সুযোগ রয়েছে তাৎক্ষণিকভাবে টিকেট সংগ্রহ করার। অনলাইনে টিকেট কিনতে প্রবেশ করতে হবে আইসিসির টিকেটবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে tickets.criketworldcup.com এই সাইট ব্যতীত অন্য কোথাও থেকে টিকেট কেনাবেচা করা হলে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে আইসিসি। আগামী ৩০ মে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের এবারের আসরের। মোট দশটি দেশ অংশ নিচ্ছে এ আসরে। বিশ্বকাপ আয়োজনের সবগুলো ভেন্যু ও ম্যাচ মিলিয়ে আসন সংখ্যা মোট ৮ লাখ। যেখানে টিকেটের জন্য আবেদন পড়েছে ৩০ লাখ, যা ছিল অভ‚তপূর্ব। এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে অংশগ্রহণ করবে ১০টি দেশ। দলগুলো হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। জানা গেছে, স্বাগতিক ইংল্যান্ডসহ ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচের টিকেটের চাহিদা বেশি। এ ছাড়া সবচেয়ে বেশি আবেদন পড়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের জন্য। ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্ব›দ্বীর লড়াই হবে আগামী ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে। সেই ম্যাচের টিকেটের জন্য আবেদন পড়েছে প্রায় ৪ লাখ। কিন্তু সেখানে আসন সংখ্যা মাত্র ২৫ হাজার। অবশ্য ২৫০০০ খুব ছোট সংখ্যা নয়। তবে ৪ লাখ আবেদনের বিপরীতে ২৫ হাজার আসন ভক্ত-সমর্থকদের জন্য নিতান্তই কম। আশাহত হতে হবে পৌনে তিন লাখ দর্শককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App