×

খেলা

পাকিস্তান এবার আইপিএল দেখাচ্ছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ০৩:৫৮ পিএম

পাকিস্তান এবার আইপিএল দেখাচ্ছে না
আগামীকাল থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট ১২তম আসর। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এ আসরের কোনো ম্যাচ দেখাবে না পাকিস্তান। ভারত-পাকিস্তানের রাজনৈতিক তিক্ততার জের ধরেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গতকাল দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি কর্তৃপক্ষকে আইপিএলের কোনো ম্যাচ না দেখানোর আদেশ দেন। দেশটির প্রখ্যাত সাংবাদিক সাজ সাদিক গতকাল এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় ভারতের আধাসামরিক বাহিনীর ৪৪ জন সেনাসদস্য নিহত হয়। এ ঘটনার দায় শিকার করে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ। তবে ভারত এ ঘটনায় দায়ী করে পাকিস্তানকে। এরপরই শুরু হয় দুদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি। গণমাধ্যমের তথ্যমতে, দুদেশের পাল্টাপাল্টি হামলার ফলে ভারতের দুটি এবং পাকিস্তানের একটি বিমান ধ্বংস হয়। পাকিস্তান নিজেদের মাটিতে আটক করে অভিনন্দন বর্তমান নামে ভারতীয় এক পাইলটকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App