×

খেলা

আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে নামছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ০৩:৫৪ পিএম

আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে নামছে
ক্লাব ফুটবলে এখন চলছে বিরতি। তবে বিশ্রাম নেই ফুটবলারদের। কারণ ফুটবলাররা যে এখন জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানোর লড়াইয়ে ব্যস্ত। বসে নেই দুই ফুটবলীয় পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রাও। আগামী পাঁচ দিনে দুটি করে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। ম্যাচটির ভেন্যু স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম এবং শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আর শনিবার রাত ১১টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ ম্যাচটি হবে পর্তুগিজ ক্লাব পোর্তোর মাঠ স্টেডিয়াম ডু ড্রাগাওতে। আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর ভেনেজুয়েলার বিপক্ষে আজকের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির। এ ম্যাচকে ঘিরে গতকাল জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। দলটির কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ভেনেজুয়েলা এবং মরক্কোর বিপক্ষে আসন্ন দুটি প্রীতির ম্যাচের মধ্যে যে কোনো একটিতে খেলবেন মেসি। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা এখন পর্যন্ত ২৪টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২১টিই জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে ভেনেজুয়েলা জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। এ ছাড়া অবশিষ্ট ২টি ম্যাচ ড্র হয়েছে। এদিকে ইনজুরির কারণে বতর্মানে ফুটবল থেকে দূরে থাকা নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে খেলতে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান ফুটবলের নতুন সেনসেশন ভিনিসিয়াস জুনিয়রের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App