×

বিনোদন

স্বাধীনতা দিবসের নাটক ‘ভাস্কর্য’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০১:৫১ পিএম

স্বাধীনতা দিবসের নাটক ‘ভাস্কর্য’
সম্প্রতি নির্মিত হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে নাটক ‘ভাস্কর্য’। রাজধানীর উত্তরায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মনোরম কিছু লোকেশনে ‘ভাস্কর্য’ শিরোনামের নাটক শুটিং হয়েছে। নাটকে অভিনয় করেছেন আবদুন নুর সজল ও উর্মিলা শ্রাবন্তী কর। নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক এবং পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। সজল বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের নাটকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। ভালো লাগছে এ নাটকে অভিনয় করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে হিসেবে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার কৌত‚হল রয়েছে। এ নাটকের গল্পটি আমার পছন্দের। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। নাটকটিতে সজল-ঊর্মিলা ছাড়াও আরো অভিনয় করেছেন আরিফুল ইসলাম আরিফ, আশরাফুল আলম সোহাগ, শরিফ সরকার, ইরা সিকদার, সানজিদা আলম, আনিসা হিরাসহ আরও অনেকে। নাটকটি এসএ টিভিতে ২৬ মার্চ প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App