×

বিনোদন

‘শনিবার বিকেল’ দেখবে সেন্সর আপিল কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০১:০৯ পিএম

‘শনিবার বিকেল’ দেখবে সেন্সর আপিল কমিটি
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘শনিবার বিকেল’। ছবিটি দেখবে সাত সদস্য বিশিষ্ট সেন্সর আপিল কমিটি। আগামী ৪ এপ্রিল বেলা ২টায় চলচ্চিত্র সেন্সর বোর্ডে হবে বিশেষ এই প্রদর্শনী। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর। তিনি বলেন, আপিল কমিটির চেয়ারম্যান কেবিনেট সচিব। ছবিটি নিয়ে তার সঙ্গে সভার পর ৪ এপ্রিল প্রদর্শনীর সময় ঠিক করা হয়েছে। তিনি আরো জানান, সব ঠিক থাকলে নির্ধারিত দিনেই আপিল কমিটির সামনে ছবিটির প্রদর্শনী হবে। তারপর ছবিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সেন্সর আপিল কমিটির সদস্যরা হলেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, মন্ত্রিপরিষদ সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি সালাউদ্দিন বাদল, অভিনেত্রী লাকী ইনাম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর। উল্লেখ্য, এ বছরের প্রথম মাসেই ‘শনিবার বিকেল’ জমা পড়ে সেন্সর বোর্ডে। ছবিটি দেখার পর সেন্সর বোর্ড জানায় বর্তমান প্রেক্ষাপটে সিনেমা হলে ছবিটি প্রদর্শন করা সমীচীন হবে না। এই সিদ্ধান্তের পর ‘শনিবার বিকেল’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গত ১৮ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ে আপিল করে। বাংলাদেশ-ভারত-জার্মান এই তিন দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App