×

বিনোদন

শত ভাষায় এক গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০১:৪৮ পিএম

শত ভাষায় এক গান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার জন্মশতবার্ষিকীতে একশটি ভাষায় গান করার উদ্যোগ নিয়েছেন তৌহিদ ইথুন। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একযোগে একশ ভাষায় এই গানের মুক্তি দেয়া হবে। তৌহিদ ইথুনের লেখায় এই গানে সুর দিয়েছেন সুরকার যাদু রিছিল। গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধু তুমি-ই বাংলাদেশ’। গানটিতে সার্কভুক্ত প্রত্যেক দেশের একজন করে শিল্পীসহ হিন্দি, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জাপানিজসহ মোট একশ ভাষায় একশ’ জন শিল্পী এই গানে কণ্ঠ দিবেন। গানটি কিছুটা রক প্যাটার্নে সঙ্গীতায়োজন করা হয়েছে, যাতে বিভিন্ন দেশের শিল্পীদের গাইতে সুবিধা হয়। তৌহিদ ইথুন বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এটি আলাদা কোনো শব্দ নয়। বঙ্গবন্ধুর মাঝেই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত। তাই তার শততম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এবং বিশ্বব্যাপী এই মহান নেতাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা সবার সহযোগিতা নিয়েই কাজটি এগিয়ে নিতে চাই। টি-মিউজিকের ব্যানারে শত ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে করা এই গানের গীতিকার ও আয়োজক তৌহিদ ইথুন পেশায় একজন পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App