×

খেলা

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলেন সাবিনারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১০:৫৪ পিএম

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলেন সাবিনারা

দেশে ফিরলেন সাবিনারা

লক্ষ্য ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পূরণ করতে পারেননি সাবিনারা। সেমিফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঘরে ফিরেছে নারী ফুটবল দল। বাংলাদেশ নারী ফুটবলের ৫টি সাফ চ্যাম্পিয়নশিপের মধ্যে একবার ফাইনাল খেলেছে ২০১৬ সালে ভারদের শিলিগুঁড়িতে।

বাংলাদেশ গ্রুপ পর্বে ২-০ গোলে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে শেষ গ্রুপ ম্যাচে নেপালের কাছে হেরে যায় বাংলাদেশ। তাতে সেমিফাইনালে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের সামনে পড়ে ভারত। আগের চার আসরের চ্যাম্পিয়ন দলটির সামনে দাঁড়াতেই পারেনি সাবিনা-মারিয়ারা।

বাংলাদেশের নারী ফুটবল মানেই বয়সভিত্তিক খেলোয়াড়দের প্রধান্য। অধিনায়ক সাবিনা ছাড়া কোনো সিনিয়র খেলোয়াড় নেই বাংলাদেশ দলে। বয়সভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ ভালো করলে তাই ব্যর্থ হয় সিনিয়রদের লড়াইয়ে।

প্রসঙ্গত, গত নভেম্বর অলিম্পিক বাছাইয়ে ভারতের কাছে ৭-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার হারের ব্যবধান কমে দাঁড়িয়েছে ৪-০ তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App