×

খেলা

বিশ্বকাপে কঠোর নিরাপত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০২:০১ পিএম

বিশ্বকাপে কঠোর নিরাপত্তা
ক্রমে ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশতম আসরের সময়। আর মাত্র ৭০ দিন পরেই পর্দা উঠবে আসন্ন বিশ্বকাপের। ইতোমধ্যেই ক্রিকেট উন্মাদনায় মেতে উঠেছেন সবাই। তবে দিন যত ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে চিন্তা। আর চিন্তাটা নিরাপত্তা নিয়ে। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আসন্ন ওয়ানডে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আরো বেশি উদ্বিগ্ন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওই হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের হামলার পর বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড বলেছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা না হলে বিদেশ সফরে যাবে না তারা। বিশ্বকাপের মতো বড় আসরে দলগুলো বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকে। তাই আসন্ন ইংল্যান্ড ও ওয়েলশ বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে এখনই কৌত‚হলী সবাই। এমন পরিস্থিতিতে অংশগ্রহণকারী দলগুলোকে আশ্বাস দিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন সরাসরি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ সজাগ রয়েছে ইংল্যান্ড সরকার এবং আইসিসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচার্ডসন বলেন, নিরাপত্তার ব্যাপারটিকে আমাদের আলোচনার এক নম্বরেই রাখা হয় সব সময়। এ ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই। শুধু খেলোয়াড়দের জন্য নয়, সফরকারী মিডিয়া, ভক্ত এবং টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দেখভাল করা আমাদের দায়িত্ব। আমরা সম্ভাব্য সবকিছু মাথায় রেখেছি। বিশেষ করে বিশ্বকাপের মতো আসরে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। ইংল্যান্ডের সিকিউরিটি ডিরেক্টরের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App